এবারে *পুজোতে চলুন ভূ স্বর্গ কাশ্মীর ভ্রমণ সাথী পর্যটক উত্তরবাংলা* ■ প্রথম দিন ২০২৪ (সকাল 08: 30-এ)* নিউ জলপাইগুড়ি স্টেশনে সবাই মিলিত হওয়ার পর আমরা (09.45 টায় 15653 Amarnath Exp)* কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেব। ■ দ্বিতীয় দিন ২০২৪ আজ পুরো দিনটা আমাদের ট্রেন সফরে কাটবে।আর সঙ্গী হবে কাশ্মীর ভ্রমণের রোমান্টিক অপেক্ষা। ■ তৃতীয় দিন ২০২৪ সকাল 8.50 টায় নির্ধারিত সময়ে জম্মু পৌঁছনোর পর আমরা যাব আজকের গন্তব্য কাটরার হোটেলে। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবাই গিয়ে বৈষ্ণোদেবী দর্শনের পরচি সংগ্রহ করে আনবেন। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে যাত্রা শুরু করবেন। ■ চতুর্থ দিন ২০২৪ আজ মাতা বৈষ্ণোদেবী দর্শন করে ফিরে এসে বিশ্রাম ও ট্যুরের পরবর্তী অংশের জন্য প্রস্তুতি নেওয়া। আজও রাতে আমাদের ঠিকানা কাটরার হোটেল। ■ পঞ্চম দিন ২০২৪ সকালে ঘুম থেকে উঠে প্রাতঃরাশ সেরে সকাল 8.00 টা নাগাদ রওনা দেব পহেলগাঁমের উদ্দেশ্যে। সাত ঘন্টার এই যাত্রা পথে আমরা পেয়ে যাব কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের আভাস। পহেলগাঁম হোটেলে পৌঁছে নিজেদের মত করে সময় কাটাবেন। আজকে আমরা পহেলগাঁমের হোটেলেই থাকছি। ■ ষষ্ঠ দিন ২০২৪ আজ সকাল 9.00 টায় প্রাতরাশের পর আপনারা নিজেরা গাড়ি ভাড়া করে ঘুরে নেবেন আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি। দুপুরের খাওয়া দাওয়ার পর ঘোড়ায় চড়ে দেখে আসবেন বৈশারণ ভ্যালি, যা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত। আজও আপনারা থাকবেন পহেলগাঁমের হোটেলে। ■ সপ্তম দিন ২০২৪ সকাল ঠিক 9.00 টার সময় পহেলগাঁমের হোটেল ছেড়ে রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে।রাস্তায় কিছুক্ষণ নেব আপেল বাগান, ব্যাট ফ্যাক্টরী ও Dry Fruit এর মার্কেটে। দুপুরে 1.00 টা নাগাদ শ্রীনগরে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়ার পর Dal Lake এর ধারে নিজেদের মত সময় কাটাবেন। আজকের রাত্রিবাস হাউসবোটে। ■ অষ্টম দিন ২০২৪ আজ সারাদিনে একে একে ঘুরে নেব নিশাত বাগ, শালিমার বাগ, চশমাশাহী আদি শঙ্করাচার্য মন্দির । এরপর বিকেলে 5.00 টা নাগাদ Dal Lake এ Sikara ভ্রমণ।আজ আমরা রাতে থাকছি শ্রীনগরের হোটেলে। ■ নবম দিন ২০২৪ সকালে প্রাতঃরাশ সেরে ঠিক 7.30 টার সময় রওনা দেব আমাদের আজকের গন্তব্য 2730 মি উচ্চতার Sonmarg এ শ্রীনগর থেকে Sonmarg এর 84 কিমি যাত্রা পথে সবুজ ঘাসে ঢাকা পাহাড়ি ঢাল,পাইন বন, তাজিওয়াস হিমবাহের অপরূপ সৌন্দর্য,মুগ্ধ করবেই।শ্রীনগর থেকে হজরতবাল দরগা, ওয়াইল ব্রিজ হয়ে সিন্ধু নদের ধার বরাবর রাস্তা পৌঁছে গেছে শোনমার্গে। আপনারা আলাদা গাড়ি ভাড়া নিয়ে Zero Point ঘুরে আসতে পারেন। শোনমার্গ ঘুরে আমরা ফিরে আসব শ্রীনগর হোটেলে । ■ দশম দিন ২০২৪ আজকে সকাল 8.30 টায় আমাদের গন্তব্য গুলমার্গ শ্রীনগর থেকে রওনাদিয়ে পিরপজ্ঞাল পর্বত ও পাহাড়ে ধাপ চাষের অপরুপ দৃশ্য দেখতে দেখতে নরবাল,কুনজার হয়ে পৌঁছবেন গুলমার্গ।সেখানে গিয়ে আপনারা নিজেদের খরচে Gondola করে যেতে পারেন আফারওয়াট অবধি। এছাড়াও আপনারা দেখবেন Golf Course,Shiva Temple. এরপর আপনারা ফিরে আসবেন Srinagar হোটেলে। ■ একাদশ দিন ২০২৪ আজ সকালে 7.00 টার মধ্যেই শ্রীনগরের হোটেল ছেড়ে আপনারা রওনা দেবেন জম্মুর উদ্দেশ্যে আর সঙ্গী হবে আমাদের সাথে ভ্রমণের সুন্দর স্মৃতি। আজই জম্মু থেকে রওনা দেব নিউ দিল্লীর উদ্দেশ্যে। ■ দ্বাদশ দিন ২০২৪ নিউ দিল্লী থেকে নির্ধারিত ট্রেনে রওনা হয়ে পুরো দিন টাই ট্রেন সফরে কাটবে। ■ এয়োদশ দিন ২০২৪ আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছব🙏🙏🙏🙏🙏আসন সীমিত তাড়াতাড়ি করুন 🙏 ভ্রমণ সাথী পর্যটক উত্তরবাংলা । নতুন পাড়া , বাকালী হাউসের বিপরীতে , জলপাইগুড়ি ☎️ ০৩৫৬১-২২২৩৫৪/৮৯০০৫৪২৩৫৪জম্মু ও কাশ্মীর ■ আমরা প্যাকেজে যা যা দেব :- 🥸 প্রতি টি জায়গায় পরিবার পিছু রুম। 🌹Breakfast, Lunch, Evening Tea & Snacks, Dinner. 🌹Transportation as Mention by Tempo Traveller. ☎️🥸Tour Manager. 🏨🥸Special Care for Senior Citizens. 🏞️ এক ঘন্টা শিকারা রাইড। ■ আমাদের প্যাকেজ এ যেগুলি অন্তর্ভুক্ত থাকবে না :- 🥸Train Fare 🥸ট্রেনে সফরকালীন আমরা খাবার সরবরাহ করব না। 🥸কাটরা থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার জন্য সমস্ত রকম খরচ। 🥸পহেলগাঁম এ সাইটসীন এর গাড়ি ভাড়া। 🥸Gulmarg এ Gandola,ঘোড়া ভাড়া, বাইক ইত্যাদির ভাড়া। 🥸Sonmarg থেকে Zero Point, Tajiwas Valley Tour এর গাড়ির ভাড়া। 🥸এক ঘন্টার বেশি শিকারা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া। 🥸যে কোন রকম প্রবেশ মূল্য। TOUR COST ■ Adult @ 24000 /- Per Person - Double Sharing ■ Adult @ 22000 /- Per Person Triple Sharing ■ Chiild of 7 to 9 years @ 12000 /- ■ Child of 5 to 7 years @ 8000 /- ■ Child of 4 years 2000 /-