চলুন বেরিয়ে আসি গুয়াহাটি, অরুণাচল সঙ্গে কাজিরাঙ্গা💥🌲🌲 (10 রাত্রি 11 দিন) মাথা পিছু খরচ : 24500/- 🌹🌹ভ্রমণ সূচি : ✍️দিন ১: 06.57PM জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা(13175) এক্সপ্রেস এ উঠবো। আজ সারা রাত ট্রেনে থাকা। ✍️দিন 2: সকালে গুয়াহাটি পৌঁছে এবং হোটেলে চেক ইন করে নেব। দুপুরের খাবারের পর কামাক্ষ্যা মাতার মন্দির পরিদর্শন করে নেব। রাত্রিবাস গুয়াহাটিতে এই হোটেলে। ✍️দিন 3: প্রাতঃরাশের পর গাড়িতে করে ভালুকপংয়ের উদ্দেশ্যে যাত্রা (260kms/6hrs)। ভালুকপং পৌছাতে বিকেল হয়ে যাবে। আজকের রাত টা এই ভালুকপং হোটেলেই কাটাবো। ✍️দিন 4: প্রাতঃরাশের পর দিরাং এর উদ্দেশ্যে যাত্রা শুরু (150kms/7 ঘন্টা)করবো। ILP পেরমিশনের কাজ সম্পন্ন করার পরে, যাত্রাপথে টিপ্পি অর্কিডারিয়াম, আপার মনাস্ট্রি পরিদর্শন করে নেব। কিছুক্ষণের জন্য নাগ মন্দিরে গাড়ি দাড় করিয়ে নাগ মন্দির টা দেখে নিয়ে আবার আমরা দিরাং এর দিকে এগিয়ে যাব। সন্ধ্যায় দিরাং পৌঁছে আজকের রাত্রি টা দিরাং এ রাত্রিযাপন করবো। ✍️দিন 5: প্রাতঃরাশের পরে সেলা পাস হয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। পথে যশবন্তগড় দেখে নেবো সঙ্গে দুপুরের খাবার পর্ব টাও সেরে নেবো। সন্ধ্যায় তাওয়াং পৌঁছে আজকের রাত্রি টা তাওয়াং-এ হোটেলে রাত্রি যাপন করবো। ✍️দিন 6: প্রাতঃরাশের পরে স্থানীয় দর্শনীয় স্থান (তাওয়াং মঠ, হস্তশিল্প কেন্দ্র, যুদ্ধ স্মৃতিসৌধ ইত্যাদি)। লাঞ্চের জন্য হোটেলে ফিরে আসব। আজকের বিকেল টায় পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন তাওয়াং সঙ্গে শপিং পর্ব সেরে নেবো। আজকের রাত টাও তাওয়াং-এ রাত্রি যাপন। ✍️দিন 7: প্রাতঃরাশের পরে PTSO হয়ে সাংস্টার লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন সঙ্গে বুমলা পাস(চিনা বর্ডার)তবে সম্পূর্ণ নিজ খরচে। লাঞ্চের জন্য হোটেলে ফিরে আসবো। সন্ধ্যার সময় টা আপনাদের নিজেদের জন্য ফাঁকা রাখা হল। আজও তাওয়াং-এ রাত্রি যাপন। ✍️দিন 8: প্রাতঃরাশের পর বোমডিলা (185 কিমি/7 ঘন্টা) শুরু -JUNG ফলস কে দেখে নিয়ে সেলা পাস দিয়ে বোমডিলাতে চলে আসবো। বোমডিলায় মঠ এবং স্থানীয় বাজার পরিদর্শন করে নেবো। আজ বোমডিলায় রাত্রি যাপন। ✍️দিন 9: প্রাতঃরাশের পরে বোমডিলা থেকে কাজিরাঙ্গা (110 কিমি / 4 ঘন্টা)যাত্রা শুরু। আজকে কাজিরাঙ্গায় রাত্রিবাস। ✍️দিন 10: খুব ভোরে কাজিরাঙ্গা জঙ্গলে এলিফ্যান্ট সাফারি উপভোগ করুন(নিজ খরচে)। আপনি জিপ সাফারিও উপভোগ করতে পারেন। কাজিরাঙ্গা থেকে লাঞ্চ সেরে চেকআউট করবো গুয়াহাটির উদ্দেশ্যে। আজকে গুয়াহাটিকে বিদায় জানিয়ে ট্রেন রাত 10:00pm (15909 ব্রহ্মপুত্র) ধরার পালা। আজকের রাত এই ট্রেনেই কাটবে। ✍️দিন 11: আমাদের মনের স্মৃতিগুলি স্মরণ করতে আমরা সকালে জলপাইগুড়ি ফিরব। প্যাকেজ অন্তর্ভুক্ত: - ⭐ট্রেনের টিকিট স্লিপার ক্লাস পরিবহন। ⭐টোল ট্যাক্স পার্কিং, ⭐চালকের ভাতা ⭐উপরের প্রোগ্রাম অনুযায়ী সব দর্শনীয়. ⭐ Family অনুসারে হোটেলে থাকার ব্যবস্থা। ⭐সকল ট্যাক্স, সার্ভিস চার্জ। ⭐সমস্ত টেম্পো ট্রাভেলারে ভ্রমণ। ⭐সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার চা নাস্তা, রাতের খাবার। প্যাকেজ ছাড়া:- ⭐সমস্ত রাইডিং এবং রাফটিং ⭐ট্রেনের খাবার ⭐কিছু দর্শনীয় স্থানে প্রবেশ ফি। ⭐কোন খরচ প্যাকেজে উল্লেখ নেই। ⭐ক্যামেরা চার্জ এবং পোর্টার চার্জ। ⭐মাধুরী লেক এবং বুমলা পাস এবং পিটি শোর ট্যুর অতিরিক্ত। ⭐এসি ট্রেনের টিকিট অতিরিক্ত ⭐পোর্টার চার্জ ⭐মিনারেল ওয়াটার, Hard Drinks, Soft Drinks বিস্তারিত জানতে এখুনি ফোন করুন : পর্যটক উত্তরবাংলা নতুনপাড়া জলপাইগুড়ি ৮৯০০৫৪২৩৫৪/৯৯৩২৮৬২০৭৮